এই ম্যানুয়ালটি একটি স্বয়ংসম্পূর্ণ প্রশিক্ষণ সহায়িকা। তাই, যারা এই ম্যানুয়াল ব্যবহার করে প্রশিক্ষণ পরিচালনা করবেন, তাদেরকে এই ম্যানুয়ালের সকল অংশ ভালভাবে পড়তে হবে ।
এই ম্যানুয়ালে প্রতিটি অধিবেশনের জন্য আলাদা আলাদা উদ্দেশ্য নির্দিষ্ট করা হয়েছে । প্রতিটি অধিবেশন কীভাবে পরিচালনা করতে হবে, তা সহজ ভাষায় বর্ণনা করা হয়েছে। প্রতিটি অধিবেশনকে কয়েকটি উপ-বিষয়ে ভাগ করা হয়েছে । প্রতিটি উপ-বিষয় উপস্থাপনের জন্য কতটুকু সময় লাগতে পারে তার নির্দেশনাও এই ম্যানুয়ালে দেয়া আছে । প্রতিটি অধিবেশনের শেষে ঐ অধিবেশন থেকে অংশগ্রহণকারীগণ কতটুকু বুঝতে পেরেছেন তা মূল্যায়নের সুযোগ রাখা হয়েছে । প্রশিক্ষক প্রশ্ন করে নিশ্চিত হবেন অংশগ্রহণকারীগণ অধিবেশনের আলোচনা বুঝতে পেরেছেন কিনা । প্রয়োজনে পুনরায় মূল বিষয়গুলো সংক্ষেপে ব্যাখ্যা করবেন ।
প্রশিক্ষক যাতে প্রতিটি অধিবেশনের আলোচনাকে সঠিকভাবে (সঠিক তথ্য ও ধারণা দিয়ে) পরিচালনা করতে পারেন এজন্য অধিবেশনের আলোচ্য বিষয়ের উপর সহায়ক উপকরণ (হ্যান্ড আউট) সংযুক্ত করা হয়েছে। প্রশিক্ষক/সহায়তাকারীগণ সহায়ক উপকরণগুলি ভালভাবে পড়বেন ও বুঝে নেবেন। প্রশিক্ষণের পূর্বে সহায়তাকারীগণকে প্রয়োজনীয় সকল উপকরণের কপি তৈরি করে নিতে হবে। এবং ভালোভাবে প্রস্তুতি গ্রহণ করতে হবে।